চুরি করতে এসে দন্ডপ্রাপ্ত আসামীসহ ২ জন গণধোলাইয়ের শিকার
- প্রকাশের সময় : ০৭:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১১২৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গরু চুরি করতে এসে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গণধোলাইয়ের শিকার হয়েছে। তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে। এসময় তাদের ৩ সহযোগী পালিয়েছে।
আটককৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী পুর্বপাড়া গ্রামের সৈয়দ শেখ ওরফে দিনুর ছেলে ভ্যান ছিনতাইকালে চালককে জবাই করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাইফুল শেখ ওরফে রিপন (৩০) ও ফরিদপুর জেলার সোয়ারীবাপুর গ্রামের হামিদ শেখের ছেলে খোকন শেখ (৩৫)।
(২৮ মে)রবিবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের কুদ্দুস শেখের বাড়ীতে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয়।
কুদ্দুস শেখের ছেলে নাজির হোসেন বলেন, পাশের বাড়ীর তায়জাল শেখের বাড়ী থেকে এক সপ্তাহ আগে দুটি গরু, জাবরকোল গ্রামের শাহাজান ফকির ওরফে সাজার একটি ছাগল ও একটি গরু চুরি করে নিয়ে যায়। তারপর থেকেই কুদ্দুস শেখ গোয়াল ঘরের পাশে রাতে গরু পাহারা দেন। রবিবার রাতে হঠাৎ করে চোর গরু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই কুদ্দুস শেখ একজনকে জাপটে ধরে চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে একজনকে ধরে ফেলি। এসময় মোটরসাইকেল যোগে আরও ৩জন চোর পালিয়ে যায়। ২জনকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, স্থানীয় এলাকাবাসী ২জন আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এদের মধ্যে সাইফুল শেখ ওরফে রিপন (বালিয়াকান্দি থানার মামলা নং ১/১৪ তারিখ ৬/১২/১৪) একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তাদের ২জনকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।