বালিয়াকান্দিতে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
- প্রকাশের সময় : ০৭:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১১৩৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী শেখ নামে এক ব্যক্তিকে অপহরণের পর নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ এনে অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর-রামদিয়া সড়কের ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এসময় বক্তৃতা করেন মিজানুর রহমান, মেহেদী হাসান বাবলু, হাসি বেগম, জয়তুন বিবি, জুলেখা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৬ মে তারিখে সারুটিয়া গ্রামের একেন শেখ দলবল নিয়ে মোহাম্মদ আলী শেখকে অপহরণের পর নির্যাতন চালায়। তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বর্তমানে মোহাম্মদ আলী রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা এ নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান।
Tag :