মাত্র ১শ টাকার জন্য!
- প্রকাশের সময় : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১১৪৪ জন সংবাদটি পড়েছেন
মাত্র একশ টাকার জন্য রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের দক্ষিণ নগরবাথান গ্রামে বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর, গাছপালা কর্তনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে কাঞ্চন মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার কালুখালী থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।
কাঞ্চন মন্ডলের অভিযোগ, ১৫ দিন আগে সাতশ টাকা চুক্তিতে নাইম জোয়ার্দার স্যালোমেশিন দিয়ে তার পাটের জমিতে পানি দেয়। তাকে ছয়শ টাকা দিয়ে বাকী একশ টাকা পরে দেওয়ার কথা বলেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি সাওরাইল ইউনিয়নের বিকয়া বাজারে গেলে নাইম তার কাছে পাওনা একশ টাকা দাবী করে। কিন্তু তার কাছে টাকা না থাকায় দিতে অপারগতা প্রকাশ করেন। এই নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে তাকে কিলঘুষি মারে। তিনি কোনোমতে পালিয়ে রক্ষা পান। পরে রাত সাড়ে সাতটার দিকে নাইমের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও গাছপালা কেটে ক্ষতিসাধন করে। বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ ছিল না। নারীরা পালিয়ে আত্মরক্ষা করে।
নাইম জোয়ার্দার জানান, কাঞ্চন মন্ডলের কাছে একশ টাকা পেতেন। এনিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে কাঞ্চন মন্ডলের ছেলেরা তাকে বেধরক মারপিট করে আহত করে। বর্তমানে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। কারা কাঞ্চন মন্ডলের বাড়িতে হামলা করেছে তা তিনি জানেন না।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।