কালুখালীতে পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচীর ৮ বস্তা জব্দ ॥ ডিলার গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১২৩১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আট বস্তা চালসহ ডিলার জয়নাল আবেদীনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক জয়নাল আবেদীন উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জয়নাল আবেদীন হরিণবাড়ীয়ার ঠাকুরপাড়া বাজারে থাকা তার গুদাম থেকে আট বস্তা (৪শ কেজি) চাল আনোয়ার হোসেনের ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। এসময় কালিকাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার মনোয়ার হোসেন ও রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেনসহ স্থানীয় লোকজন ঘোড়ার গাড়িটিকে আটক করে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম, কালুখালী থানার এসআই রুপম কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে ডিলার জয়নাল আবেদীনকে আটক করে। তবে, ঘোড়ার গাড়ি চালক আনোয়ার হোসেন শুধুই বাহক হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
তাৎক্ষণিক এলাকার লোকজন ডিলার জয়নাল আবেদীনের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
এসময় স্থানীয় বাসিন্দা ছখিনা বেগম, মমতাজ বেগম, আব্দুল কাদের, সাইফুল শেখসহ অনেকেই জানান, তাদের নামে কার্ড থাকলেও নানা অজুহাতে দীর্ঘদিন ধরে চাল দেওয়া হয়না।
কালুখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম জানান, ডিলার জয়নাল আবেদীনকে আট বস্তা চালসহ আটক করা হয়েছে। আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, এ ঘটনায় কালুখালী উপজেলা খাদ্য কর্মকর্তা তারিকুল ইসলাম বাদী হয়ে ডিলার জয়নাল আবেদীনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আসামি জয়নাল আবেদীনকে শুক্রবার আদালতে চালান করা হয়েছে।