রাজবাড়ীতে দুই চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫
- প্রকাশের সময় : ০৬:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৪১৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে দুই ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দুটি হত্যাকান্ডের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজনকে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ইজিবাইক। গ্রেপ্তারকৃতরা হলো মো. আশিক, রবিন হোসেন, নিজামউদ্দিন ওরফে সালমান, আকরাম হোমেন ও সাদ্দাম হোসেন। এদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। বুধবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
পুলিশ সুপার জানান, গত ২৬ জানুয়ারি তারিখে রাজবাড়ীর কালুখালীতে সুজন পাঠান ও গোয়ালন্দে ইসমাইল শেখ নামে দুজনকে চেতনানাশক ওষুধ খাইয়ে তাদের ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত টিম তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে চক্রটি সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়। এরপর ঢাকা, পাবনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, প্রথমে তারা ইজিবাইক চালকের সাথে সখ্যতা গড়ে তোলে। পরে তাদেরই একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মেশানো চা ইজিবাইক চালককে খাওয়ায়। চালক অজ্ঞান হয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে চম্পট দেয়।
পুলিশ সুপার আরও জানান, মাত্রারিক্ত চেতনানাশক ওষুধ খাওয়ার ফলে কেউ মারা যায়। কেউ হারায় তাদের জীবন জীবীকার একমাত্র সম্বল ইজিবাইকটি। দীর্ঘদিন ধরে তারা এ কুকর্মের সাথে যুক্ত। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন।