রাজবাড়ীতে রবীন্দ্র-নজরুলের মহাপ্রয়ান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- প্রকাশের সময় : ০৭:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৪২৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়ান দিবস উপলক্ষে রোববার রাতে রাজবাড়ী শহরের ওয়াজেদ প্লাজার চতুর্থ তলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বপ্নচূড়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আশিফ মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক গোলাম সারওয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার মজুমদার, কবি খোকন আহমেদ, কবি নেহাল আহমেদ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন স্বপন কুমার মজুমদার, মোয়াজ্জেম হোসেন মজনু, জাহাঙ্গীর জলিল, রনজিৎ কুমার, জাহিদুর রহমান, মিলন সিদ্দিকী, মোহাম্মদ রাজা হাসান, মামুন খান, মলিনা পারভীন মলি, আঞ্জুমান আরা ও শোভা মন্ডল। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর অংশ বিশেষ পাঠ করেন তানজিনা তাজিন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্নচূড়ার সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন।