রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১১৯২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কর্তব্যরতাবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে রাজবাড়ীতে সোমবার পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। সকালে রাজবাড়ী পুলিশ লাইনস ড্রিল শেডে স্থাপিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও নীরবতা পালনের মধ্য দিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে অনুষ্ঠিত হয় মোনাজাত ও আলোচনা সভা। রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফ উজ জামান প্রমুখ।
অনুষ্ঠানে নিহত নয়জন পুলিশ সদস্যের স্বজনদের হাতে ফুল ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
Tag :