সুহৃদ সমাবেশের উদ্যোগে রাজবাড়ী মুক্ত দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৬০০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে ১৮ ডিসেম্বর রাজবাড়ী মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে সমকাল জেলা প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ।
১৬ ডিসেম্বর বিজয় পতাকা উড়লেও রাজবাড়ী শত্র“মুক্ত হয়েছিল দুদিন পরে। এর বিশদ কারণ বর্ণনা করেন সেদিন সম্মুখ সমরে যুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম।
আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ইমরান খান, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি আহসান হাবীব, নেহাল আহমেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
আলোচনা শেষে রাজবাড়ী সুহৃদ সমাবেশের নতুন প্রজন্মের সদস্যরা যুদ্ধকালীন সময়ের বিভিন্ন প্রশ্ন করেন। মুক্তিযোদ্ধা বাকাউল হাসেম সেসব প্রশ্নের উত্তর দেন।