পাংশায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২
- প্রকাশের সময় : ০৮:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৮০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে রাজবাড়ীর পাংশা থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ীর কালুখালী উপজেলার ভিটি গ্রামের সাদেকুর রহমানের ছেলে আলতাফ মাহমুদ ও একই গ্রামের লিয়াকত আলীর ছেলে বিল্লাল খান। শুক্রবার সন্ধ্যায় পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, গ্রেফতারকৃতরা পাংশা উপজেলা এলাকার বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয়ে এরা প্রতারণা করতো। একজনের কাছ থেকে টাকা এবং আরেকজনের কাছ থেকে মোবাইল ফোন নিয়েছে; সুনির্দিষ্টভাবে এমন প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
একই দিনে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ বাবু মন্ডলকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ঢেপা গ্রামের আলী হোসেন মন্ডলের ছেলে।