Dhaka ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
  • / ১৬৩৯ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য শওকত আলী মন্ডলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই ইউনিয়নের বাগদুলী গ্রামের মৃত নজির আলী মন্ডলের ছেলে। ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৯ টার দিকে শওকত আলী মন্ডল বাগদুলী বাজারের পল্লী চিকিৎসক অজয়ের ফার্মেসীতে বসে ছিলেন। ওই সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তিনি মারা যান।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর পাংশায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৮:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য শওকত আলী মন্ডলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই ইউনিয়নের বাগদুলী গ্রামের মৃত নজির আলী মন্ডলের ছেলে। ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৯ টার দিকে শওকত আলী মন্ডল বাগদুলী বাজারের পল্লী চিকিৎসক অজয়ের ফার্মেসীতে বসে ছিলেন। ওই সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তিনি মারা যান।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।