রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
- / ১৪৯৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, পাংশা থানার ওসি আহসানউল্লাহ, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম, ডিআইওয়ান মীর্জা আবুল কালাম আজাদ, জয়দেব কর্মকার, সুব্রত দাস সাগর, স্বপন দাস, গণেশ মিত্র, তনয় চক্রবর্তী সম্ভু, বিনয় চক্রবর্তী প্রমুখ।
সভায় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, জেলার পাঁচটি উপজেলার ৪২১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির গুলোতে স্বেচ্ছা সেবাক নিয়োগ করা হবে। সকলের সহযোগিতায় রাজবাড়ীতে আনন্দ
উৎসবের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা করেন তিনি।