Dhaka ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী গোয়ালন্দে ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮
  • / ১৬০৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুদের ক্রিকেট ব্যাটের আঘাতে বিজয় দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার বিন্দুপাড়ার লক্ষণ দাসের ছেলে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির কাছে একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে তার বন্ধুদের সাথে কথা কাটাকাট হয়। এক পর্যায়ে কাব্য রাহা ও তুব্র রাহা নামের দুই কিশোর ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানও অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে বিজয় মারা যায়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মীর্জা আবুল কালাম আজাদ জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী গোয়ালন্দে ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুদের ক্রিকেট ব্যাটের আঘাতে বিজয় দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার বিন্দুপাড়ার লক্ষণ দাসের ছেলে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির কাছে একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে তার বন্ধুদের সাথে কথা কাটাকাট হয়। এক পর্যায়ে কাব্য রাহা ও তুব্র রাহা নামের দুই কিশোর ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানও অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে বিজয় মারা যায়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মীর্জা আবুল কালাম আজাদ জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।